BOLLYWOOD SONG: TERE BINA JIYA JAYE NA, ARTIST: SEEMA



রিপোর্ট: সুমন গুপ্ত, সংকলন: উত্তম সিনহা

BOLLYWOOD SONG: TERE BINA JIYA JAYE NA, ARTIST: SEEMA

গান মানেই এক অনন্ত পথ, অসীম রেখা। গানে গানে কত আনন্দই না জেগে ওঠে প্রত্যেকের হৃদয়ে, যেন শিহরণ জাগায়। যুগে যুগে কত মানুষ যে হারিয়ে গেছে গানের অতল সাগরে, অনেকেই আবার হারানো পথ খুঁজে পেয়েছে এই গানের মাধ্যমেই। বলা হয়, গান কখনো হারাতে শেখায়নি, শিখিয়েছে হৃদয়ের মিলন, আবেগ, বেদনা প্রকাশ, শোকাবেগ প্রকাশ, তো কখনো মুক্তির জন্য লড়াইয়ের মশাল হতে শিখিয়েছে মানব জাতিকে। শুধু কি মানব, প্রাণীরাও তো গানে তালে কিংবা সুরের তালে নৃত্য করে, তাদেরও নিজস্ব গান আছে ছন্দ তাল আছে। প্রকৃতিও নিজের তালেই ঘোরপাক খাচ্ছে।

আসলে গান মানেই ছন্দে সুরে তালে হারিয়ে যাওয়া। সেই সুরে সুরে সুর মিলিয়েছেন উত্তর পূর্বাঞ্চল গৌহাটির সীমা দেবী। প্রয়াত কোকিল কন্ঠী ভারত রত্ন প্রাপ্ত লতা মঙ্গেসকর দেবীর একটি মন মাতানো গান শোনালেন দর্শকদের উদ্দেশ্যে।



Comments