দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ব্রাত্য বিলোনিয়ার দুই বাম বিধায়ক
বিলোনীয়া প্রতিনিধি (NEWS)
৭৫ তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে জেলার প্রশাসনের রাজনৈতিক মেরুকরণের শিকার দক্ষিণ জেলা সদর বিলোনিয়ার দুই বাম বিধায়ক দীপঙ্কর সেন এবং অশোক মিত্র। জানা যায় জেলা প্রশাসনের উদ্যোগে ৭৫তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়নি বিধায়ক দ্বয়কে ।সারাদেশের সাথে সঙ্গতি রেখে দক্ষিণ জেলার জেলা সদর বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে উদযাপিত হয় জেলাভিত্তিক ৭৫তম প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান। শুক্রবার সকাল ৯ টায় বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া । অন্যদিকে ভিআইপি আসনের চেয়ারপাতা থাকলেও জেলার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ব্রাত্য রয়ে গেলেন বিলোনিয়া মহকুমার দুই বিধায়ক দীপঙ্কর সেন ও অশোক মিত্র।জেলা প্রশাসন তাদের একবারও মনে পড়লো না, অনেকে এটাকে রাজনৈতিক মেরুকরণের শিকার বলে মনে করছেন । পতাকা উত্তোলনের পর এদিনের অনুষ্ঠান শুরুতে কুচ কাওয়াজে অংশগ্রহণ করে প্যারেড অভিবাদন গ্রহণ করেন মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া। অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। মন্ত্রীর বক্তব্যের পর বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ,গান,বিভিন্ন কলা কৌশল প্রদর্শনী। এই দিনের অনুষ্ঠানে প্যারেডে অংশগ্রহণকারী বিভিন্ন প্লেটন ও কৃতিদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রি শুক্লাচরন নোয়াতিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অশোক কুমার সিনহা, বিধায়িকা স্বপ্না মজুমদার এছাড়াও বিভিন্ন অতিথিবর্গ।
Comments
Post a Comment