EP-2: অগ্নিগর্ভ মন্টাং ভ্যালী, প্রমিলা বাহিনীর রিসার হাওয়াতেই কুপোকাৎ রাজ্য পুলিশ, নত স্বীকার (CRIME)
EP-2: তেলিয়ামুড়া প্রতিনিধি (CRIME)
উল্লেখ্য, বনের মূল্যবান গাছ কাটার অপরাধে তেলিয়ামুড়া বনদপ্তরের বনবাবু'রা মনটাংভ্যালি এলাকা থেকে হেমন্ত রিয়াং নামের এক ব্যক্তিকে আটক করে তেলিয়ামুড়া বনদপ্তরে নিয়ে গিয়েছিল। এরপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে, এদিকে একাংশ উশৃংখল জনতা বনদপ্তর, পুলিশ এবং আধা সাময়িক বাহিনীর গাড়ি আটকে রেখেছিল দীর্ঘ ৪-৫ ঘন্টা সময় ধরে। শেষ পর্যন্ত, এলাকার ওই সকল উশৃংখল জনতার চাপে পড়ে রীতিমতো লেজ গুটিয়ে হেমন্ত রিয়াং-কে বনদপ্তর থেকে রেহাই দেওয়া হয়। পরবর্তীতে দীর্ঘ প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে বনবাবু'রা চাপের মুখে পড়ে কাঠমাফিয়া হেমন্তকে রেহাই দিতেই বন বাবুদের ভূমিকা রীতিমতো হাসির খোরাকে পরিণত হয়েছে।
CRIME VIDEO


Comments
Post a Comment