মামার লালসার শিকার দুই ভাগ্নি

তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট (CRIME)

দেশে কঠোর আইন প্রণয়ন থাকলেও রাজ্যে নাবালিকা ধর্ষন ও অপহরণের মতো ঘটনা কোন কিছুতেই কমছে না!গত কিছুদিন আগে তেলিয়ামুড়া থানা এলাকায় ছোট ছোট কন্যার উপর পাশবিক অত্যাচারের ঘটনাটি শনিবার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছিল।

SAGAR MARAK, ACCUSED (ABSCONDING)

জানা গেছে তেলিয়ামুড়া থানা এলাকার সাগর মারাক নামে এক যুবক তার পাশের বাড়ির ছোট ছোট দুই শিশুকন্যার উপর পাশবিক অত্যাচার করে। নির্যাতিতা তুই শিশুকন্যা তাদের পরিবারের লোকজনদের কাছে বিষয়টি জানালে তাদের পরিবারের লোকজন তেলিয়ামুড়া থানায় ঘটনার উপযুক্ত সাগর মারাকের বিরুদ্ধে লিখিত আকারে মামলা দায়ের করে। তেলিয়ামুড়া থানার পুলিশ যথারীতি  ৩৫৪(বি),৫০৬ আই পি সি এবং 4 অফ পক্সো আইনে মামলা নথিভূক্ত করে। যদিও মামলার হাতে নেওয়ার পর পুলিশের তেমন কোন তৎপরতা ছিল না। পরে বিভিন্ন সংবাদ মাধ্যমের  সংবাদে নড়েচড়ে বসে রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশন। এই ঘটনায় রবিবার সকালে রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা ও সদস্যা শর্মিলা চৌধুরী   তেলিয়ামুড়া থানায়  যান এবং ঘটনার অভিযুক্ত সাগর মারাককে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বলেন। অবশেষে শিশু সুরক্ষা ও অধিকার  কমিশনের দাবড়ানি খেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশও অভিযুক্ত সাগর মারাক কে গ্রেপ্তার করতে দৌড়ঝাঁপ শুরু করে। পরে তেলিয়ামুড়া থানার পুলিশ সহ রাজশাহ শিশুর সুরক্ষা ও অধিকার  কমিশনের চেয়ারপারসন সহ সদস্যা নির্যাতিতা দুই শিশু কন্যার বাড়িতে গিয়ে তাদের পরিবারের লোকজনদের সাথে কথা বলেন এবং এই ধরনের জঘন্য ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন । তার পাশাপাশি নির্যাতিতা দুই শিশু কন্যার পরিবারের লোকজনদেরকে আশ্বাস দিয়েছেন ঘটনার অভিযুক্ত কোনদিনও আইনের হাত থেকে বাঁচতে পারবেনা। তার পাশাপাশি শিশু কন্যার পরিবারের পাশে রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশন সব সময় থাকবে বলে জানিয়েছেন। যতদূর জানা গেছে শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের তৎপরতায় অভিযুক্ত সাগর মারাককে গ্রেফতার করতে সর্বত্র জাল বিস্তার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ।


Comments