বামেদের ডাকা বন্ধ একেবারেই ফ্লপ তেলিয়ামুড়ায়

 তেলিয়ামুড়া প্রতিনিধি


সি.পি.আই.এমের ডাকা দেশব্যাপী পরিবহন ধর্মঘট প্রত্যাখান তেলিয়ামুড়া মহকুমায় । শুক্রবার সকাল থেকে তেলিয়ামুড়া মহকুমার প্রাথমিক স্তরের বিদ্যালয় থেকে শুরু করে অফিস আদালত সবকিছুই ছিল স্বাভাবিক ছন্দে । অন্যদিকে ধর্মঘটের দিনে যানবাহন চলাচলের নমুনা ছিল স্বাভাবিকের চেয়েও বেশি। যাত্রী সাধারণদের ও দুর্ভোগের শিকার হতে হয়নি। যদিও এই ধর্মঘট'কে  ঘিরে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশি ব্যাবস্থা ছিল যথেষ্ট আঁটোসাটো।

এদিকে তেলিয়ামুড়া বাস, জিপ চালক সংঘের সম্পাদক তপন দাস  জানান,, এই সি.পি.আই.এমের ডাকা দেশব্যাপী ধর্মঘট জনবিরোধী, বিশেষ করে শ্রমজীবী অংশের মানুষজনরা ধর্মঘটের দিনে কর্মহীন হয়ে পড়ে। ফলে শ্রমজীবী অংশের মানুষজনদের স্বাভাবিক চলাচল অর্থনৈতিক দিক দিয়ে ব্যাঘাত ঘটে। মূলত ধর্মঘট দিয়ে কোন সমস্যা সমাধান হয় না। সি.পি.আই.এম দলের বন্ধ ডাকা অনেকটা ট্রেডিশনে পরিণত। তবে সর্বোপরি এই ধর্মঘটের আঁচটুকু পরেনি গ্রাম থেকে শহর এলাকাগুলিতে।

Comments