বিএসএফ ১৫০নং ব্যাটালিয়ানের উদ্যাগে সিভিক আ্যকশন অনুষ্ঠান সম্পন্ন পুটিয়া স্কুল মাঠে

JUEL RANA, BOXANAGAR

সীমান্ত সুরক্ষার পাশাপাশি সাধারণ নাগরিকদের সেবায় নিয়োজিত রয়েছে সীমান্ত সুরক্ষা বাহিনীর ১৫০নং ব্যাটালিয়ান জোয়ানরা এমনটাই দেখা গেল সোমবার সকাল ১১টায় বক্সনগর এলাকার পুটিয়া হাই স্কুলের মাঠে সিভিক আ্যকশন কর্মসূচি অঙ্গ হিসাবে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের শিক্ষা ও ক্রীড়া সামগ্রী প্রদান করেন এবং গ্রামের সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য শিবির করেন তার মধ্যে রয়েছে ২০টি বাই সাইকেল ৫০টি ছাতা ৫০টি স্কুল বেগ ৫০জুরা স্কুল শো ১০টি হোয়াইট বোর্ড ১০টি সিলিং পাখা ১০টি ক্রাম বোর্ড ১০টি সেলাই মেশিন ভলিবল ও নেট সহ কম্পিউটার বিতরণ করা হয়,এই কর্ম সূচিতে উপস্থিত ছিলেন ১৫০ ব্যাটালিয়ানের সিও ঈশ্বর কুমার চান্দ, এসিস্ট্যান্ট সিও বিষয় এস তিওয়ারি, বিএসএফ উচ্চ পদস্ত আধিকারিক অজিত ইক্কা সহ অন্যনা আধিকারিক গন। সম্পূর্ণ স্বাস্থ্য শিবির পরিচালনা করেন বক্সনগর স্বাস্থ্য কেন্দ্রের ডক্টর পংকজ সরকার সহ অন্যনারা। কমলাসাগর বিধানসভার রাধানগর কোনাবন হরিহরদোলা বক্সনগর ও কলসীমুড়া বিওপির নগর বক্সনগর পুটিয়া আদমপুর সীমান্ত এলাকার স্কুল গুলোর মধ্যে কম্পিউটার সাইকেল সহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। এধরণের কর্মসূচি আগামী দিনেও জারি থাকবে বলে বিএসএফের তরফে জানানো হয়েছে।


 

Comments