দশ বছরের শিশু নিখোঁজের ঘটনায় তীব্র চাঞ্চল্য #crime
|  | 
| MISSING: RAHUL DAS, 10 | 
সমরজিত চৌধুরীর রিপোর্ট (crime):
দশ বছরের শিশু নিখোঁজের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য। জানা গেছে সোনামুড়া থানার অন্তর্গত উরমাই গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের দেবনগর এলাকার প্রদীপ দাসের স্ত্রী স্বপ্না দাস তাদের রাহুল দাস নামে ১০ বছরের শিশু সন্তানকে নিয়ে গত রবিবার বাড়ির পাশে জঙ্গলে লাকড়ি আনতে যায়। রাত্রি আনতে গিয়ে তাদের ১০ বছরের সন্তান রাহুলকে জঙ্গলে বসিয়ে তার মা স্বপ্না দাস লাকড়ি জোগাড় করে সন্তানকে নিতে আসলে দেখতে পায় ১০ বছরের শিশু সন্তান রাহুল নেই। তখন শিশুটির মা স্বপ্ন দাস জঙ্গলে অনেক খোঁজাখুঁজি করেও সন্তানের কোন খোঁজ না পেয়ে বাড়িতে ছুটে এসে পরিবারের লোকজনদেরকে সহ স্থানীয় এলাকাবাসীদের বিষয়টি জানায়। তখন শিশুটির পরিবারের লোকজন সহ স্থানীয় এলাকাবাসীরা আশেপাশের জঙ্গল থেকে শুরু করে গোটা এলাকায় তন্ন তন্ন করে খোঁজার পরেও শিশুটির কোন সন্ধান পায়নি। পরে শিশুটির পরিবারের লোকজন সোনামুড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ তাদেরকে আশ্বাস দিয়েছিল শিশুটিকে খুঁজে বের করতে চেষ্টা করবে কিন্তু আজ তিনদিন হয়ে গেলেও ১০ বছরের রাহুলের কোন সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার শিশু নিখোঁজের ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা ছুটে যান নিখোঁজ শিশুটির বাড়িতে। নিজের সন্তানকে ফিরে পেতে শিশুটির মা-বাবা কেঁদে চোখের জল ভাসিয়ে যাচ্ছে। সন্তানকে কাছে না পেয়ে শিশুটির মা বাবা কান্নায় ভেঙ্গে পড়েছে যার ফলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিছু বলার মত পরিস্থিতি ছিল না তাদের। পরে স্থানীয় এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনাটি তুলে ধরেন এবং শিশুটিকে উদ্ধার করতে রাজ্য সরকার সহ পুলিশ প্রশাসন এমনকি রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের কাছে দাবি জানাচ্ছেন দশ বছরের শিশু সন্তান রাহুল দাসকে খুঁজে বের করতে সরকার এবং প্রশাসন যেন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে।

Comments
Post a Comment