বড়মুড়ায় মথার হাঙ্গার স্ট্রাইক'কে কেন্দ্র করে পুলিশি বাঁধার মুখে যানবাহন (CRIME)


 

তেলিয়ামুড়া প্রতিনিধি (CRIME)

      বড়মুড়ায় মথার হাঙ্গার স্ট্রাইক'কে কেন্দ্র করে পুলিশি বাঁধার মুখে যানবাহন! পুলিশের এহেন ভূমিকায় তীব্র ক্ষোভের সঞ্চার হচ্ছে যানবাহন চালক থেকে শুরু করে জনসাধারণের মধ্যে।

           ঘটনার বিবরণে প্রকাশ, ২৮শে ফেব্রুয়ারি থেকে বড়মুড়ার চন্দ্রসাধু পাড়া এলাকায় হাঙ্গার স্ট্রাইকে বসে তিপ্রামথা দল। ওই দিন থেকেই তেলিয়ামুড়া এবং চম্পকনগর থানা এলাকায় জাতীয় সড়ক ধরে আসা বিভিন্ন যানবাহন গুলিকে বড়মুড়া পাহাড় হয়ে জাতীয় সড়ক ধরে আসতে বারণ করে আটকে দিচ্ছে তেলিয়ামুড়া থানা এবং চম্পকনগর থানার পুলিশ। 

আর এই মিথ্যা সড়ক অবরোধ নিয়ে একরাশ অভিযোগ পুলিশের বিরুদ্ধে যান চালক থেকে শুরু করে সাধারণ মানুষের। শনিবার দিনও তেলিয়ামুড়া থানাধীন করুইলং এলাকায় তেলিয়ামুড়া থানার পুলিশ জাতীয় সড়ক ধরে আসা আগরতলাগামী বিভিন্ন যানবাহন গুলিকে আটকে দেয় এবং খোয়াই হয়ে ঘুরে আগরতলা যাওয়ার জন্য নির্দেশ দেয়। আর এর ফলে সময়ের সঙ্গে সঙ্গে অতিরিক্ত জ্বালানি খরচ বহন করতে হচ্ছে যানবাহন চালকদের। তৎসঙ্গে পুলিশের এহেন কর্মকাণ্ডে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষজনদেরও।

Comments