বৌদির সাথে মধুর সম্পর্কের জেরে স্ত্রীকে হত্যা শেষে ঝুলিয়ে দেওয়া হল #crime

সমরজিত চৌধুরীর রিপোর্ট (CRIME):  

ছোট্ট নাবালিকা মাত্র চার বছরের শিশু সন্তান। জীবন যুদ্ধ শুরু হওয়ার পূর্বে এই নিষ্ঠুর পৃথিবীর সম্পর্কে এক ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আগামীর জীবনযাত্রা শুরু। আজও রাতের আঁধারে মাকে জড়িয়ে ধরতে ছোট্ট অবুঝ সন্তানের ব্যাকুলতা সত্যি বেদনাদায়ক। তবে মা বলা শব্দটা যে আজ জীবন থেকে চিরতরে মুছে ফেলতে হবে তা বোধ হয় এখনো অনুভব করতে পারেনি। একদিকে ছোট্ট সন্তান অন্যদিকে বৃদ্ধ মা। কি নিষ্ঠুর সংসার।অনেক আশা স্বপ্ন নিয়ে পাঁচ বছর পূর্বেই একমাত্র কন্যা শিল্পী আক্তার কে স্বামী আবুল কালামের হাতে তুলে দিয়েছিল। দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে যে সন্তানকে কোলে পিঠে করে বড় করে তুলেছিল আজ চোখের সামনে সন্তানের কবরস্থ করার দৃশ্য চোখে ধারণ করা যে কতটুক বেদনাদায়ক তা বোধ হয় একজন মায়ের পক্ষে অনুভব করা সত্যি কষ্টকর। অভিশপ্ত পরকীয়া নিঃশেষ করে দিল আরোও একটি তরতাজা প্রাণ।

 

'তবে আমার সন্তানের মত যেন আর কোন মা তার সন্তানকে না হারাতে হয়, দোষীদের কঠোর শাস্তি হোক' এমনটাই দাবি করলেন সদ্য কন্যা হারা বৃদ্ধা মা। অনেক বেদনা বুকে ধারণ করে সংবাদ কর্মীদের সামনে একের পর এক বিস্ফোরক বক্তব্য তুলে ধরেন। বৃদ্ধ মায়ের অভিযোগ, পাঁচ বছর পূর্বে নিজ একমাত্র কন্যা সন্তান শিল্পী আক্তার কে বিশালগড় এলাকার যুবক আবুল কালামের সাথে বিয়ে দিয়েছিলেন। কিন্তু স্বামী আবুল কালাম এক সময় পরকীয়া জড়িয়ে পড়ে। এছাড়াও উনার অভিযোগ,, জামাতা আবুল কালাম সোহানা আক্তার এর সাথে পরকীয়া জড়িয়ে পড়ে। তার সূত্র ধরে গৃহবধ ূ শিল্পী আক্তার এর উপর দিনের পর দিন শারীরিক ও মানসিক নির্যাতন চালাত । কিন্তু সংসারে কথা মাথায় রেখে গৃহবধূ তার বাপের বাড়ি লোকজনদের বিষয়টি অবগত করেন নি । এবং গত পয়লা মার্চ স্বামী আবুল কালাম এবং সোহানা আক্তার মিলে তরুণী গৃহবধূ শিল্পী আক্তার কে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দেয়, মঙ্গলবার সকালে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন মৃত গৃহবধূর বৃদ্ধার মা।ঘটনার পরিপ্রেক্ষিতে সেদিন রাতের বেলায় বিশালগড় মহিলা থানায় অভিযুক্ত স্বামী আবুল কালাম এবং তার বৌদি সোহানা বেগম এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে মৃতার পরিবার তরফে। পুলিশ ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 498(A)/304(B) ধারায় মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।



Comments