হায়দ্রাবাদ যাওয়ার প‌থে ত্রিপুরার ধর্মনগরে আটক চার রোহিঙ্গা নাগ‌রিক, সীমান্ত সুরক্ষা নি‌য়ে প্রশ্ন জনম‌নে #crime

কদমতলা থেকে ভানু চন্দের রিপোর্ট (crime)

অ‌বৈধ উপা‌য়ে ভারত-বাংলা‌দেশ সীমান্ত টপ‌কে হায়দ্রাবাদ যাবার প‌থে চার রোহিঙ্গা নাগরিক ধরা পড়ল উত্তর ত্রিপুরার ধর্মনগর পুলিশের হা‌তে। শুক্রবার সকালে তারা ধরা প‌ড়ে পু‌লি‌শের জা‌লে। ধৃত‌দের ম‌ধ্যে রয়ে‌ছে মোহাম্মদ আরব‌ ২২, সামিয়া আক্তার ২০ , ইসমা তারা ১৭ ও ইশা মিয়া ১৫। তা‌দের বা‌ড়ি বাংলা‌দে‌শের চট্টগ্রাম জেলার কক্সবাজা‌রে। তারা সেখানকার বি‌ভিন্ন রো‌হিঙ্গা ক‌্যা‌ম্পে থাকত ব‌লে জা‌নি‌য়ে‌ছে। বাংলাদেশের জ‌নৈক দালাল আব্দুল্লাহকে জনপ্রতি ত্রিশ হাজার টাকা করে ঘুষ দি‌য়ে তারা কা‌জের জন‌্য বৈধ কাগজপত্র ছাড়াই চোরাই পথে ভার‌তে প্রবেশ করে। প‌রে তারা হায়দ্রাবাদে যাওয়ার প‌থে ধর্মনগ‌রে পৌ‌ছে পু‌লি‌শের হা‌তে আটক হয়। ধর্মনগর থানার পুলিশের হাতে ধরা পড়ার পর এই চার রোহিঙ্গা নাগ‌রিক কান্নায় ভেঙ্গে পড়ে। এ‌দিনই তা‌দের ধর্মনগর সি‌জেএম আদালতে তোলা হবে ব‌লে পু‌লিশ সু‌ত্রে জানা গে‌ছে। 
উক্ত কা‌ন্ডে ধর্মনগর থানার নতুন ওসিকে প্রশ্ন করা হলে তিনি কোন সদুত্তর দেন‌নি।‌ লোকসভা ভো‌টের মু‌খে ‌ত্রিপুরায় রো‌হিঙ্গা নাগ‌রিক ধরা পড়ায় স‌চেতন মহল সীমান্ত সুরক্ষা নি‌য়ে স্বাভা‌বিক ভা‌বে নানা প্রশ্ন তোল‌তে শুরু ক‌রে‌ছেন।

Comments