চোর-পুলিশ অঘোষিত খেলা জমে উঠেছে উত্তর ত্রিপুরায় #crime
কদমতলা থেকে ভানু চন্দের রিপোর্ট, CRIME-NEWS
চোর-পুলিশ অঘোষিত খেলা জমে উঠেছে উত্তর ত্রিপুরায়। বিষ্মিত সচেতন মহল। সম্প্রতি চোর-পুলিশের মধ্যে যেন এক অঘোষিত খেলা জমে উঠেছে উত্তর ত্রিপুরা জেলায়।পুলিশ এখন ব্যস্ত চোর ডাকাতদের ধরতে।তার জন্য জেলা পুলিশ সুপারের নেতৃত্বে সাদা পোষাকে সাধারণ পুলিশ কর্মীদের কাজে নামানো হয়েছে।বিভিন্ন থানার ওসি বাবুরাও এখন চোর ডাকতদের পেছনে ভাগছেন।এতে কিছুটা হলেও সাফল্য আসছে।এদিকে চোর ডাকাতেরাও কম যাচ্ছে না,তারাও তাদের রুটিন মাফিক কাজ সংঘটিত করে পুলিশ বাবুদের তাদের উপস্থিতির জানান দিয়ে চলছে।এযেন চোর পুলিশের মধ্যে অঘোষিত প্রতিযোগিতা চলছে।এমন কান্ডে এলাকার সচেতন মহলে স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠছে যে উত্তর ত্রিপুরার স্থানে স্থানে ঘন ঘন চুরি কান্ড ঘটিয়ে যাওয়া এতো চোর হঠাৎ করে আসলো কোথা থেকে।
এদিকে চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাস জানান চুরি ডাকাতি কান্ড প্রতিহিত করতে পুলিশ হা পা গুটিয়ে বসে নেই। মঙ্গলবার গভীর রাতে নদিয়াপুর শনিছড়া জিপির দুই নং ওয়ার্ড থেকে কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিনের সহযোগী নুর ইসলামকে গ্রেফতার করা হয়েছে।তার নামে পুলিশের খাতায় একাধিক মামলা লিপিবদ্ধ আছে।বুধবার তাকে পুলিশি রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয়।
Comments
Post a Comment