বৃক্ষ রোপনে এগিয়ে এল প্রগতি সংঘ, সর্বত্র প্রশংসা

 


উত্তম সিনহার রিপোর্ট

বিশ্ব উষ্ণায়ণ এক মারণ ব্যাধিতে পরিণত হয়েছে যেন। বিভিন্ন গবেষণামূলক তথ্য মোতাবেক ভূপৃষ্ঠের উষ্ণতা উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে। মানব সভ্যতা কি মরুভূমিতে পরিণত হবে? এই বিষয়টি বেশ ভাবিয়ে তুলেছে বিশ্ব বাসিকে। পৃথিবীকে বাঁচাতে হলে চাই বৃক্ষ, চাই বৃষ্টি। বৃষ্টির জলই জল চক্রের মাধ্যমে পুনরায় মেঘের রূপ নিয়ে আবার ফিরে আসে জল হয়ে। অথচ প্রাকৃতিক এই চক্রটি সাবলীল ধারায় চলতে গিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের কারনেই। মোদ্দা কথা, গাছ নেই তো জল নেই। জল নেই তো জীবনও নেই। প্রাকৃতিক ওই জল চক্রকে তার সাবলীল গতিতে ফিরিয়ে আনতে ঊনকোটি জেলার চন্ডীপুর ব্লকের বিসি নগর পঞ্চায়েতের ডলুগাঁও এলাকার প্রগতি সংঘ ক্লাবের সদস্যরা নন্দনীয় ভূমিকা পালন করলেন রবিবার।

সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়ের বরাবর আহ্বানে ও জেলার গো-গ্রীন সামাজিক সংস্থার সহায়তায় ও প্রগতি সংঘের যৌথ উদ্যোগে এক বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হল রবিবার। যদিও চাহিদা ছিল অফুরন্ত, তবে প্রাকৃতিক কারণ সহ নানাবিধ সমস্যার কারনে প্রথম ধাপে প্রায় ষাটটি বৃক্ষ চারা বিতরণ করা হয় স্থানীয়দের মধ্যে। অনেকে খালি হাতে ফিরে গেলেও তাদের হাতে অতি শীঘ্রই চারা পৌঁছবে কিছুদিনের মধ্যেই, জানিয়েছে গো-গ্রীন সংস্থা। পুরো ডলুগাঁও এলাকাটিকে সবুজ চাদরে সাজিয়ে তুলতে অঙ্গীকারবদ্ধ হয়েছে প্রগতি সংঘ। তাদের এই উদ্যোগে পার্শ্ববর্তী ক্লাবগুলিও এগিয়ে আসবে ধরাকে রক্ষা করতে, বিশ্বাস করছে প্রগতি।




Comments